Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

জেলা পরিষদ কার্যালয়

নওগাঁ।

zp.naogaon.gov.bd

সেবা প্রদান প্রতিশ্রূতি (সিটিজেন চার্টার)

 

প্রশাসন শাখা

 

প্রধান সহকারি

কক্ষ নং ১৯ (২য় তলা)      ফোন নং-০১৭১৫-৬৭৩৬০২

১। জেলা পরিষদের সাধারণ সভার কার্যবিবরণী তৈরী সংক্রান্ত কার্যক্রম।

২। জেলা পরিষদের কর্মচারী নিয়োগ/পদোন্নতিসহ প্রশাসনিক কার্যক্রম।

৩। তথ্য অধিকার আইন,২০০৯ সংক্রান্ত কার্যক্রম।

৪। আই,সি,টি সংক্রান্ত কার্যক্রম।

৫। জেলা পরিষদের ওয়েব সাইট সংক্রান্ত কার্যক্রম।

৬।জেলা পরিষদের রাস্তায় বৃক্ষরোপনের জন্য বিভিন্ন সংস্থার সাথে চুক্তিপত্র সম্পাদন ও গাছ বিক্রয়ের হিস্যা আদায়।

৭। পুরাতন মালামাল অকেজো ঘোষনা ও নিলাম সংক্রান্ত কার্যক্রম

৮। নিলামযোগ্য গাছ মূল্যায়ন ও নিলাম কার্যক্রম।

৯।দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবন মান উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম।

১০। ছুটি রেজিঃসহ অন্যান্য রেজিঃ এবং গার্ডফাইল তৈরী ও  সংরক্ষণ।

 

 

কক্ষ নং ২০ (২য় তলা)        ফোন নং-০১৭১৮-৮২৪৪৯৮

১। ক্রিড়া/ সাংস্কৃতি/ স্কাউটিং/ জাতীয় কর্মসূচী/ ধর্মীয় ও সামাজিক কল্যাণ কার্যক্রম।

২। পেশাজীবী কল্যাণ সমিতি, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতি উন্নয়নে অনুদান প্রদান কার্যক্রম।

৩। দুস্থ, অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম।

৪। গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান কার্যক্রম।

৫। অসচ্ছল, পুংগু ও আগুনে পোড়া মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার পরিবারবর্গের  অনুদান প্রদান কার্যক্রম।

৬। মহানবী (সাঃ) জন্ম দিবস, জাতীয় দিবস, জাতীয় শোক দিবক, বাংলা নববর্ষ, রবীন্দ্র ও নজরুল জয়ন্তী, বই মেলা,

     সংস্কৃতি অনুষ্ঠান, পালাগান, বাউলগান ইত্যাদি অনুষ্ঠানের জন্য অনুদান প্রদান কার্যক্রম।

৭। নওগাঁ মূক বধির বিদ্যালয় পরিচালনা কার্যক্রম।

৮। নওগাঁ জেলা পরিষদ পার্ক , মহান শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ “বিজয়” এবং বিজয় সংলগ্ন জননেতা আব্দুল

    জলিল শিশু পার্ক  পরিচালনা কার্যক্রম।

৯।  জেলা পরিষদ ডাকবাংলো ও অডিটরিয়াম পরিচালনা কার্যক্রম।

১০। জেলা পরিষদ লাইব্রেরী ও নওগাঁ পার্ক লাইব্রেরী পরিচালনা কার্যক্রম।

১১। খেয়াঘাট, পুকুর ও মৌসুমী ফল ইজারা কার্যক্রম।

১২। চিঠিপত্র আদান প্রদান কার্যক্রম।

 

 

কক্ষ নং ২১ (২য় তলা)                                                                ফোন নং-০১৭১৪-৪২১২৫৮

১। জেলা পরিষদের সকল প্রকার আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ।

২। ঠিকাদার, সিপিপি কমিটির চেক প্রদান কার্যক্রম।

৩। সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদান কার্যক্রম।

৪। বাজেট প্রনয়ন ও অডিট কার্যক্রম।

৫। সরকারী বরাদ্দের বিল প্রস্তুত করণ ও ব্যাংক হিসাবে জমা প্রদান।

৬। ক্যাশ বহি, চেক বহি ও অন্যান্য রেজিঃ সংরক্ষণ।

৭। বিল-ভাউচার সংরক্ষণ।

 

কক্ষ নং ১৩ (২য় তলা)   (গোপনীয় শাখা)                                         ফোন নং-০১৭৪৬-৭৩৭৪৯০

১। টেলিফোন যোগাযোগ কার্যক্রম।

২। গোপনীয় পত্র আদান-প্রদান কার্যক্রম।

৩। চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে গোপনীয় কার্যক্রম সম্পাদন।

৪। সিপিপি কমিটির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়ন কার্যক্রম।

 

 

প্রকৌশল শাখা

 

কক্ষ নং ৪                                                                  ফোন নং-০১৭৪৬-১৫৯৬৫৩

 

১। রাস্তা, ব্রীজ, পুল, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ডাকবাংলো, অডিটরিয়াম ও আয় বর্ধক প্রকল্পের ই-টেন্ডার আহবান

    কার্যক্রম।

২। ঠিকাদারের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম।

৩। সিপিপি কমিটির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়ন কার্যক্রম।

৪। উন্নয়ন প্রকল্পের প্রতিবেদন প্রেরণ।

 

 

কক্ষ নং ৫                                                                  ফোন নং-০১৭১৫-৮৪১৫৮৩

 

১। জেলা পরিষদের স্থাবর সম্পত্তি রেজিঃ তৈরী ও সংরক্ষণ।

২। জেলা পরিষদের জমি ও দোকানঘরের তালিকা সংরক্ষণ ও ইজারা/ভাড়া আদায় কার্যক্রম।

৩। জেলা পরিষদের মামলা মোকদ্দমা পরিচালনা কার্যক্রম।