Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

LA Case-Sample application for compensation

বরাবর

          ভূমি অধিগ্রহণ কর্মকর্তা

          নওগাঁ।

 

বিষয়   : অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকার চেক পাওয়ার আবেদন।

 

সূত্র      :      _________________________________  নং- এলএ কেস ।

 

জনাব

          যথাবিহীত সম্মান প্রর্দশনপূর্বক নিবেদন এই যে, নিম্নতফশিল বর্ণিত সম্পত্তি..........  উপজেলাধীন ________________মৌজায় _______________________________________________নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়। নিম্নতফশিল বর্ণিত সম্পত্তি আরএস রেকর্ডীয় মালিক  ____________________________________ আনা অংশে রেকর্ড প্রকাশিত হয়। আমি/আমরা নিম্নস্বাক্ষরকারী রেকর্ডীয় মালিকের ওয়ারিশ জনাব ______________________________ এর নিকট হতে ________________________দাগে ___________________একর কাতে _________________________________একর সম্পত্তি ______________________________ নং  দলিল মূলে প্রাপ্ত হয়ে ভোগ দখলে থাকা অবস্থায় অধিগ্রহণ করা হলে আমি/আমরা অধিগৃহীত নিম্নতফশিল বর্ণিত সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তির জন্য আবেদন করছি। ইতোপূর্বে এ সম্পত্তির অধিগ্রহণের অর্থ উত্তোলন করা হয়নি এবং আমার জানামতে এ সম্পত্তি নিয়ে কোন আদালতে মামলা চলমান নেই। আমি যদি ক্ষতিপূরণের টাকা ভূলক্রমে অতিরিক্ত উত্তোলন করি তাহলে উত্তোলিত টাকা ফেরৎ দিতে বাধ্য থাকব।

 

           বিধায় প্রার্থনা মহোদয়, অনুগ্রহপূর্বক অধিগ্রহণকৃত জমির আমার দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে ক্ষতিপূরণের চেক প্রদানের প্রয়োজনীয় আদেশ প্রদানে আপনার সদয় মর্জি হয়।

 

তফসিল

 

উপজেলা:.............................. মৌজা:................................  জেএল নং..............

 

 

রোয়েদাদ নং

খতিয়ান নং

দাগ নং

শ্রেণী

মোট জমির পরিমাণ

অধিগৃহীত জমির পরিমাণ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                                                                       

      

 

                                                                                             নিবেদক