Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
বিস্তারিত

বর্তমান যুগে এনআইডি কার্ড ছাড়া এক পাও নড়া যায় না—ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম রেজিস্ট্রেশন, অনলাইন ভোটার যাচাই, কিংবা সরকারি-বেসরকারি যেকোনো সেবার জন্য ভোটার আইডি কার্ড এখন একেবারে আবশ্যিক। আর কখনো যদি কার্ডটা হারিয়ে যায় বা দরকার পড়ে সফট কপির, তখন দরকার পড়ে সেটাকে ডাউনলোড করার নিয়ম জানার।

সরকার নিজেই এনআইডি সার্ভিস ডিজিটাল করে দিয়েছে। আপনি ঘরে বসেই এনআইডি কার্ডের সফট কপি পেতে পারেন, একদম সহজ কয়েকটা ধাপে।

এই আর্টিকেলে আপনি জানতে পারবেন, ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম কী, কী লাগবে, কীভাবে করবেন—সব কিছুই একদম ধাপে ধাপে।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে যা করতে হবে:

 ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান

প্রথমেই ঢুকুন নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে:
 🔗 https://services.nidw.gov.bd

 ধাপ ২: একাউন্ট রেজিস্ট্রেশন

যদি আপনার আগে থেকে একাউন্ট না থাকে, তাহলে রেজিস্ট্রেশন করতে হবে:

  • আপনার ১৭ সংখ্যার এনআইডি নম্বর দিন বা স্মার্টকার্ড ফর্ম নম্বর দিন

  • জন্ম তারিখ দিন (মত মিল থাকতে হবে)

  • ক্যাপচা কোড দিন, তারপর “Submit” করুন

 ধাপ ৩: মোবাইল নম্বর ভেরিফিকেশন

  • আপনার মোবাইল নম্বরে একটি OTP (ভেরিফিকেশন কোড) যাবে

  • সেই কোড দিয়ে কনফার্ম করুন

 ধাপ ৪: ফেস ভেরিফিকেশন

  • এবার আপনার মোবাইল বা ল্যাপটপের ক্যামেরা দিয়ে মুখ স্ক্যান করতে হবে

  • সঠিকভাবে মুখ দেখিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন

 ধাপ ৫: লগইন করুন এবং ডাউনলোড করুন

  • একবার ইমেল দিয়ে একাউন্ট তৈরি হলে, লগইন করুন

  • তারপর আপনার প্রোফাইল থেকে “Download NID” অপশন সিলেক্ট করে
     এনআইডি কার্ডের সফট কপি PDF আকারে ডাউনলোড করে নিন

 কাজ শেষ! চাইলে আপনি এটিকে প্রিন্ট করেও ব্যবহার করতে পারেন।




এনআইডি ডাউনলোড করতে যা যা লাগবে

সব কিছু শুরু করার আগে আপনার হাতে নিচের জিনিসগুলো থাকতেই হবে:

  •  ১৭ ডিজিটের ভোটার আইডি নম্বর (বা স্মার্ট কার্ড ফর্ম নম্বর)

  •  জন্ম তারিখ (ঠিক যেটা এনআইডিতে দেওয়া আছে)

  •  অ্যাকটিভ মোবাইল নম্বর (ভেরিফিকেশনের জন্য)

  •  মোবাইল বা কম্পিউটারে ক্যামেরা (ফেস ভেরিফিকেশনের জন্য)

 টিপস:

  • মোবাইলে Chrome ব্রাউজার ব্যবহার করুন

  • ফেস ভেরিফিকেশনের সময় আলো ভালো থাকতে হবে

  • মোবাইল নম্বর যেন আগে রেজিস্ট্রেশন না থাকে

কেন আপনার এনআইডি ডাউনলোড করে রাখা দরকার?

অনেক সময় আসল কার্ড হারিয়ে যায়, বা অনলাইন কোনো ফর্ম পূরণে স্ক্যান কপি লাগে। তখন এই সফট কপিটাই হতে পারে আপনার লাইফ সেভার।
 এছাড়াও, এটি দিয়ে আপনি করতে পারবেন:

  • অনলাইন ব্যাংকিং রেজিস্ট্রেশন

  • সরকারি সেবা গ্রহণ (DSHE, BIDA, etc.)

  • SIM রেজিস্ট্রেশন যাচাই

  • পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আবেদনে সহায়তা

অতএব, সময় থাকতেই নিজের এনআইডির সফট কপি ডাউনলোড করে রেখে দিন।

যদি ডাউনলোড করতে সমস্যা হয়?

অনেক সময় ফেস ভেরিফিকেশন কাজ না করলে বা OTP না এলে অনেকে ভয় পেয়ে যান। নিচে কিছু সলিউশন দিলাম:

  • ফেস ভেরিফিকেশন না হলে Chrome-এ Try করুন

  • OTP না এলে অন্য অপারেটরের নম্বর ব্যবহার করুন

  • সব কিছু ঠিক রেখে বারবার চেষ্টা করুন

  • একাধিক ভুল হলে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন

  • অতিরিক্ত সমস্যা হলে: হেল্পলাইন: ১০৫ or   ইমেইল: nid.helpdesk@nidw.gov.bd

 FAQ

১. এনআইডি ডাউনলোড করতে কোনো টাকা লাগে?

না, সম্পূর্ণ ফ্রি।

২. কার্ড হারিয়ে গেলে কি এই ডাউনলোড করা কপি ব্যবহার করা যাবে?

হ্যাঁ, অনেক ক্ষেত্রে এই সফট কপিই চালানো যায়।

৩. একাউন্ট খোলার সময় যদি OTP না আসে?

তাহলে ১০৫ নম্বরে কল করে সাহায্য নিন বা একাধিক মোবাইল নম্বর ব্যবহার করে দেখুন।

৪. ভোটার এনআইডি না থাকলে ডাউনলোড করা যাবে?

না, এনআইডি থাকতেই হবে। তবে রেজিস্ট্রেশন পেন্ডিং থাকলে সেটাও আপনি দেখতে পারবেন।

The information has been collected from the exercisebd which mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/04/2018
আর্কাইভ তারিখ
31/05/2018