Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জবাই বিল মৎস্য উন্নয়ন প্রকল্প
বিস্তারিত

নওগাঁ জেলার সাপাহার উপজেলাধীন জবই বিল মৎস্য উৎপাদনের একটি বড় উৎস্য । এ প্রকল্প হালনাগাদ মৎস্যজীবির সংখ্যা- ৭৯৯ জন। জলমহালটি ২০২০ সাল  পর্যন্ত ২০ (কুড়ি) বৎসরের জন্য মৎস্য বিভাগে হস্তান্তরিত। প্রতি ৫ (পাঁচ) বৎসর পর পর নবায়নযোগ্য।

  1.  জলমহালের আয়তন- ৪০৩ হেক্টর ।
  2. প্রকল্পের নামঃ নওগাঁ জেলার সাপাহার উপজেলাধীন জবই বিল মৎস্য উন্নয়ন প্রকল্প ।
  3. বাস্তবায়নকারী সংস্থা মৎস্য অধিদপ্তর ।
  4.  প্রকল্পের উদ্দেশ্যঃ
  • ·মৎস্য উৎপাদন বৃদ্ধির সাথে মৎস্য সংর  ক্ষণ আইন বাস্তবায়ন ও জীববৈচিত্র সংরক্ষণ।
  • ·মৎস্যজীবিদের আর্থ-সামাজিক অবসহার উন্নয়নকরণ।
  • ·মৎস্য অভয়াশ্রম সৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক মজুদ বৃদ্ধিকরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধিকরণ।
  • ·মৎস্যজীবিদের মাছ চাষের আধুনিক কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান।
  • ·মৎস্য আহরণ, মৎস্য বাজারজাতকরণ এবং মাছ চাষে আধুনিক কলাকৌশল প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যজীবিদের দারিদ্রতা দূরীকরণ ।
  1. ৫। নওগাঁ জেলার সাপাহার উপজেলাধীন জবই বিল একটি অতি পরিচিত দশর্নীয়   স্থান ।  স্থানটি বর্ষা মৌসুমে অত্যন্ত  সুন্দর অাকার ধারণ করে। বর্সায় এর নয়নাভিরাম দৃশ্ব অবলেঅকোনের জন্য বহু পযটক এখানে অাগমন করেন।

৬।জবই বিলযাওয়ার ব্যবস্থা:

 

নওগাঁ থেকে সরাসরি বাস যোগে জবই বিলযাওয়া যায়। দূরত্ব আনুমানিক- ৮৫-৯০ কিঃমিঃ

ভাড়া- ৫০-৬০ টাকা ।

 

৭। থাকার ব্যবস্থা-জনসাধারণের জন্য জবই বিলথাকার কোন ব্যবস্থানেই । দিনে যেয়ে দিনেই ফিরে আসতে হবে অথবা উপজেলা সদর/জেলা সদরে আগে থেকে যোগাযোগ করে থাকা যেতে পারে।