Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

নওগাঁ জেলার উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ-নদীর নামের তালিকা ও অবস্থানঃ

 

নওগাঁ জেলর পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত পুনর্ভবা, মধ্যবর্তী আত্রাই এবং পূর্বভাগে যমুনা এই জেলার প্রধান নদী। যমুনাও মূলত তিস্তা নদীরই একটি শাখা।

 

ক্রঃ নং

নদীর নাম

উৎপত্তিস্থল

পতিত স্থল

মোট দৈর্ঘ্য (কি.মি.)

মত্মব্য

আত্রাই নদী

ভারতের হিমালয় অঞ্চলে উৎপত্তি হয়ে করতোয়া নদী নাম ধারন করে প্রথমে বাংলাদেশের পঞ্চগড় জেলার বুড়িবর্ত এলাকা দিয়ে প্রবেশ করে পুনরায় দিনাজপুর জেলা সদর উপজেলার শংকরপুর ইউনিয়নে এসে আত্রাই নাম ধারণ করে ভারতে প্রবেশ করে, পরবর্তীতে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার আলমপুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নওগাঁ জেলার ধামুরহাট, পত্নীতলা, মহাদেবপুর, মান্দা, আত্রাই উপজেলা দিয়ে প্রবাহিত হয়।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোটাজিয়া ইউনিয়নে এসে হুড়াসাগর নদীতে পতিত  হয়েছে।

২৬৯

তথ্য সূত্র বাংলাদেশের নদ-নদী ২য় সংস্করণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

ছো্ট যমুনা নদী

দিনাজপুর জেলার ইছামতি নদী পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নে ছোট যমুনা নাম ধারণ করে।

 

নওগাঁ জেলার  আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে আত্রাই নদীতে পতিত হয়েছে।

১৯৫

তুলশী গঙ্গা নদী

দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ উপজেলার শালখুড়িয়া ইউনিয়নের নিমণভূমি থেকে উৎপত্তি।

নওগাঁ জেলার  সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে ছোট যমুনা নদীতে পতিত হয়েছে।

১০০

শীব নদী

নওগাঁ জেলার মান্দা উপজেলার ভলাইন ইউনিয়নে আত্রাই নদী থেকে উৎপত্তি।

রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভায় বার্নাই নদীতে পতিত হয়েছে।

৭১

ফকিরণী নদী

নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদী থেকে উৎপত্তি।

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নে বার্নাই নদীতে পতিত  হয়েছে।

৩১

পুনর্ভবা নদী

এটি একটি সীমামত্ম নদী। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শীবরামপুর ইউনিয়নের নিমণাঞ্চল থেকে উৎপন্ন হয়ে বিরল উপজেলা দিয়ে ভারতে প্রবেশ করে পুনরায় নওগাঁ জেলার সাপাহার উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

নবাবগঞ্জ জেলার গোমসত্মাপুর উপজেলার রহনপুর পৌরসভার নিকট মহানন্দা লোয়ার (নবাবগঞ্জ) নদীতে পতিত  হয়েছে।

২২৩